All news

বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ আরও ২৪৯ জনকে

বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ আরও ২৪৯ জনকে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বসুন্ধরা ফাউন্ডেশনের সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। বাঞ্ছারামপুর উপজেলা অডিটোরিয়ামে গতকাল এ ঋণ বিতরণ করা হয়। ফাউন্ডেশনের পল্লী ক্ষুদ্র ঋণ প্রকল্পের অধীনে ৭৬তম সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ পেয়েছেন উপজেলার ২৪৯ জন উপকারভোগী। এ ধাপে বিতরণ করা হয়েছে ৪১ লাখ টাকা। এ নিয়ে বাঞ্ছারামপুর, নবীনগর ও হোমনা উপজেলার ১৯১টি গ্রামের ২৮ হাজার ৩৭৮ জন হতদরিদ্র নারীকে ২৭ কোটি ৫১ লাখ ৬২ হাজার ৫০০ টাকা ঋণ দেওয়া হলো। গতকাল ঋণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, বসুন্ধরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এম নাসিমুল হাই এফসিএস, ফাউন্ডেশনের ডিজিএম মাইমূন কবির, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, বসুন্ধরা ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোশাররফ হোসেন, সিনিয়র অফিসার আমির হোসেন আনোয়ার প্রমুখ।

ময়নাল হোসেন চৌধুরী বলেন, বসুন্ধরা গ্রুপ শুধু নারীদের এই ঋণ বিতরণ করে। হাঁস-মুরগি, গরু-ছাগল পালন, শাকসবজি চাষসহ ৩২ প্রকার কাজে নারীরা এই ঋণের অর্থ বিনিয়োগ করেন। এই ঋণের পরিধি প্রথম দিকে শুধু বাঞ্ছারামপুরে থাকলেও বর্তমানে পাশের উপজেলা হোমনা ও নবীনগরে বিস্তার লাভ করেছে। বসুন্ধরা গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে মাসিক উপবৃত্তি দিচ্ছে। যাতে অর্থের অভাবে কোনো শিক্ষার্থী ঝরে না যায়। গরিব মেয়েদের প্রশিক্ষণসহ দিচ্ছে সেলাই মেশিন। বসুন্ধরা গ্রুপ এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে যাতে তৃণমূল মানুষ সামনে এগিয়ে যেতে পারে। উপকারভোগী রানু আক্তার বলেন, ‘আগে আমাদের সংসার কোনোমতে চলত। বসুন্ধরা ফাউন্ডেশন থেকে ঋণ নিয়ে আমি ছাগল পালন করি। প্রথম তিন মাস কিস্তি দিতে হয় না। তিন মাস পর ৩০০ টাকা করে প্রতি সপ্তাহে কিস্তি দিতে গায়ে লাগে না। এখন সুন্দরভাবে সংসার চলছে। বসুন্ধরার মালিকের জন্য দোয়া করছি আল্লাহ যেন দীর্ঘদিন তাকে বাঁচিয়ে রাখেন।’ গৃহবধূ শিল্পী আক্তার বলেন, ‘বসুন্ধরার কাছ থাইক্যা টেহা ঋণ নিয়া আমার স্বামীরে লইয়া কৃষি কাজ কইরা অনেক লাভবান হইছি। এখন খাওয়া দাওয়ার কোনো সমস্যা নাই। আল্লাহর কাছে দোয়া করি বসুন্ধরা গ্রুপ যেন ভালো থাকে।’

SOURCE : বাংলাদেশ প্রতিদিন