All news

ব্রাহ্মণবাড়িয়ায় বসুন্ধরার সুদমুক্ত ঋণ বিতরণ

বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ আরও ২৪৯ জনকে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা অডিটরিয়ামে আবারও দরিদ্র ও অসহায় নারীদের মাঝে সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণ করেছে বসুন্ধরা ফাউন্ডেশন। টানা ২০ বছর ধরে এই ঋণ বিতরণ করে বসুন্ধরা ফাউন্ডেশন দেশে-বিদেশে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। গতকাল সোমবার সকালে ৭৬তম এই ঋণ বিতরণ অনুষ্ঠানে ২৪৯ জন নারীর হাতে নগদ ৪১ লাখ ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়। এর মাধ্যমে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করেছেন এলাকার দরিদ্র নারীরা।

ঋণ পাওয়া জাহিদা আক্তার, পারুল বেগম, শিল্পী আক্তার ও রাশেদা বেগম জানান, সংসারে সচ্ছলতা আনতে স্বামীদের পাশাপাশি তাঁরাও কিছু কাজ করতে চান। আগেও ঋণ পেয়ে তাঁরা অনেক উপকৃত হয়েছেন। এখন আর তাঁদের খাওয়া-পরার কোনো সমস্যা হবে না। ঋণগ্রহীতাদের হাতে ১৫ থেকে ২০ হাজার টাকা করে মোট সাড়ে ৪১ লাখ টাকা আনুষ্ঠানিকভাবে তুলে দেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ট্রেজারার ময়নাল হোসেন চৌধুরী।

এ সময় তাঁর পাশে প্রধান নির্বাহী কর্মকর্তা এম নাসিমুল হাই এফসিএস, ডিজিএম মাইমুন কবির, ব্যবস্থাপক মোশারফ হোসেনসহ বসুন্ধরার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ময়নাল হোসেন চৌধুরী বলেন, বাঞ্ছারামপুর, নবীনগর ও হোমনা উপজেলার দরিদ্র নারীদের অনেকেই বসুন্ধরা ফাউন্ডেশন থেকে তৃতীয়বারের মতো সুদবিহীন ঋণ নিয়ে এরই মধ্যে স্বাবলম্বী হয়েছেন। ২০০৫ সালে শুরু এই কার্যক্রম দেশের সর্ববৃহৎ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সরাসরি দিকনির্দেশনায় নিয়মিত সুশৃঙ্খলভাবে চলছে বলে স্থানীয়রাও খুশি। ময়নাল হোসেন চৌধুরী বলেন, ‘সারা দেশের কোথাও সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ আছে বলে আমার জানা নেই।

চেয়ারম্যান মহোদয় অসহায় ও হতদরিদ্র মানুষদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ২০ বছর আগে এই কার্যক্রম চালু করেছেন, যা আজ ইতিহাস।’
জানা যায়, এ নিয়ে মোট ৭৬ বার বাঞ্ছারামপুর, নবীনগর ও হোমনা—এই তিন উপজেলার মোট ১৯১টি গ্রামের ২৮ হাজার ৩৭৮ জন হতদরিদ্র নারীর হাতে সর্বমোট ২৭ কোটি ৫১ লাখ ৬২ হাজার ৫০০ টাকা ঋণ দেওয়া হয়েছে। ঋণগ্রহীতা জাহিদা আক্তার, পারুল বেগম, শিল্পী আক্তার, রাশেদা বেগম জানান, বিনা সুদের এই ঋণ দিয়ে তাঁরা হাঁস-মুরগি, গরু-ছাগল, মুদি দোকান, শাক-সবজির চাষসহ বিভিন্ন কাজে বিনিয়োগ করে স্বাবলম্বী হচ্ছেন। এ জন্য তাঁরা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের জন্য কৃতজ্ঞচিত্তে দোয়া করেন।

SOURCE : কালের কণ্ঠ