All news

যশোরের অস্বচ্ছল ২০ নারী পেলেন বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

যশোরের অস্বচ্ছল ২০ নারী পেলেন বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

যশোরের ভবদহ জলাবদ্ধ এলাকার অস্বচ্ছল ২০ নারীকে সেলাই মেশিন ও প্রশিক্ষণ দিয়েছে বসুন্ধরা শুভ সংঘ। প্রশিক্ষণ শেষে তাদের স্বনির্ভর করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রবিবার সকালে অভয়নগর উপজেলার নওয়াপাড়া প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়।

নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি মুজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র অফিসার মোহাম্মদ মামুন, বসুন্ধরা শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল মল্লিক এবং নওয়াপাড়া উপজেলা মেডিকেল অফিসার ফেরদৌস হাসান শান্তসহ অন্যরা।

আয়োজকেরা জানান, কয়েক দশক ধরে একটানা জলাবদ্ধতার কারণে যশোরের ভবদহ এলাকার অধিকাংশ মানুষ আর্থিক সংকটে পড়েছেন। এই বাস্তবতায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের নির্দেশনায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে এলাকার অস্বচ্ছল নারীদের বাছাই করে বিনা মূল্যে সেলাই কাজের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে তাদের প্রত্যেকের হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

সেলাই মেশিন পেয়ে উপকারভোগী নারীরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, এই প্রশিক্ষণ ও সেলাই মেশিন তাদের সংসারের আয় বাড়াতে সহায়ক হবে। পাশাপাশি তারা বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে বসুন্ধরা শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, দীর্ঘদিনের জলাবদ্ধতায় ভবদহ এলাকার বহু পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। নারীদের স্বনির্ভর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।

এর আগে শনিবার বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে যশোরের মণিরামপুর ও কেশবপুর উপজেলার আরও ৪০ জন অস্বচ্ছল নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। সে সময় তাদেরও বিনা মূল্যে সেলাই কাজের প্রশিক্ষণ দেওয়া হয়।

SOURCE : বাংলাদেশ প্রতিদিন