প্রতিদিন ১৮ হাজার মানুষের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ বসুন্ধরা। এর মধ্যে রূপগঞ্জেই দেড় হাজার মাদরাসা শিক্ষার্থী পাচ্ছে বসুন্ধরা গ্রুপের জমকালো ইফতার সামগ্রী।
রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা, দাউদপুর ইউনিয়ন, কায়েতপাড়া ইউনিয়ন ও রূপগঞ্জ ইউনিয়নের মাদরাসাগুলোতে বসুন্ধরা গ্রুপের এ ইফতার পৌঁছে দেওয়া হবে পুরো রমজান মাসজুড়ে। বসুন্ধরা গ্রুপের ইফতার পেয়ে দারুণ খুশি শিক্ষার্থী ও শিক্ষকরা। গতকাল প্রতিক্রিয়া ব্যক্ত করে মৌলভী সোলাইমান মাদরাসার শিক্ষার্থী মো. রহমত হোসেন বলেন, বসুন্ধরা গ্রুপের ইফতার সব শিক্ষার্থী ও শিক্ষকরা রোজার শুরু থেকে পাচ্ছি, ইফতারও মজাদার। আমরা বসুন্ধরার জন্য দোয়া করি।
মৈকুলী ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হানিফ বলেন, বসুন্ধরা গ্রুপ যেমন বড় শিল্প গ্রুপ, তাদের মনও বড়। মাদরাসাগুলোতে এমনিতেই আর্থিক টানাপোড়েন থাকে, বসুন্ধরা গ্রুপ রূপগঞ্জের মাদরাসাগুলোতে ইফতার পৌঁছে দেওয়ায় মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা সহজে ইফতার করতে পারছেন। এজন্য বসুন্ধরা গ্রুপকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ জানাই।
কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক বলেন, ‘দেশ ও মানুষের কল্যাণে বসুন্ধরা গ্রুপ সবসময় মানুষের পাশে দাঁড়াচ্ছে ও সেবা করে যাচ্ছে। বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর সাহেবের উদ্যোগে প্রতিবছরের মতো এ বছরও রূপগঞ্জে বিভিন্ন মাদরাসায় ইফতার পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা রূপগঞ্জবাসী বসুন্ধরা গ্রুপের মঙ্গল কামনা করি।’
এ ছাড়াও বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে প্রতিদিন ইফতার বিতরণ করা হচ্ছে জামিয়া মাদানিয়া বারিধারা, রিকশা ড্রাইভারদের মধ্যে, নূরের চালার মাদানিয়া নূরিয়া হাফিজিয়া মাদরাসা, বাড্ডার স্বাধীনতা সরণির দারুল ফুরকান মাদরাসা, দাউদপুর ইউনিয়ন, কাঞ্চন পৌরসভা, কুড়িল চৌরাস্তার মাদরাসাতুস সুন্নাহ, কুড়িল জোয়ারসাহারা মহিলা মাদরাসা, খিলক্ষেতের ইসাতুস সুন্নাহ মাদরাসা, মারকাজুল কুরআন ইসলামিয়া মাদরাসা খিলক্ষেত, জামিয়া ইসলামিয়া আবাবিয়া খিলক্ষেত বাজার, হাজি আবদুল মালেক মাদরাসা খিলক্ষেত, জামিয়া আশরাফিয়া বায়তুল কুরআন খিলক্ষেত, জামিয়া কাশেমুল উলুম মাদরাসা কাওলা, দারুল উলুম দর্জিপাড়া মাদরাসা বোট ঘাট, জান্নাতুল বানাত মহিলা মাদরাসা খিলক্ষেত, এমদাদিয়া নূরানিয়া হাফিজিয়া মাদরাসা খিলক্ষেত, তাজিবুল বানাত আদর্শ বালিকা মাদরাসা খিলক্ষেত, বাইতুল উলুম ইসলামিয়া মাদরাসা নামাপাড়া, এসলাহুল উম্মাহ মাদরাসা বটতলা খিলক্ষেত, আবদুল আজিজ রুস্তম আলী নূরানি হাফিজিয়া মাদরাসা, রুস্তম আলী ওবাইয়দিয়া হাফিজিয়া মাদরাসা খিলক্ষেত, এহদাউল উম্মাহ মাদিনাতুল উলুম মাদরাসা, আশকোনা সুন্নিয়া মাদরাসা, শায়খ যাকারিয়া ইসলামিয়া রিসার্স সেন্টার কুড়িল, মাদরাসা জামিয়া মারকাজুল বসুন্ধরা, মাদরাসা মদিনাতুল উলুম, মাদরাসা দারুস সুন্নাহ, হাজি কোমর উদ্দীন মাদরাসা, মাদরাসা সওতুল কুরআন, তালিমুল কুরআন মাদরাসা, শামসুল উলুম মাদরাসা, কালসি মোড়, দারুল এহসান হাফিজুল কুরআন মাদরাসা মিরপুর, আলহাজ আবদুল মালেক মাদরাসা খিলক্ষেতসহ দেশের বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করা হচ্ছে।
SOURCE : আলোচিত বাংলাদেশবসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণে স্বাবলম্বী ২৯ হাজার পরিবার
Bashundhara Foundation’s Interest-Free Loans Empower 29,000 Families to Become Self-Reliant
দুর্গাপুরে এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho Distributes Educational Materials Among Orphans and Underprivileged Students in Durgapur
বাঞ্ছারামপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ৬০ নারীকে সেলাই মেশিন বিতরণ
60 Underprivileged Women Receive Sewing Machines in Bancharampur through Bashundhara Shuvosangho
নারায়ণগঞ্জে অসহায় বিধবা রামরতি রবিদাসের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho Supports Struggling Widow Ramrati Rabidas in Narayanganj
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পাবনায় ১০০ নারী পেলেন সেলাই মেশিন
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণে স্বাবলম্বী হাজারো পরিবার