ঈদুল আজহা সামনে রেখে ৬ হাজার দরিদ্র পরিবারকে ঈদ উপহার পাঠিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। মানিকগঞ্জের বন্যাকবলিত মানুষ ও বসুন্ধরা আবাসিক এলাকার আশপাশের সাতটি ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে এসব উপহারসামগ্রী বিতরণ করা হচ্ছে। গতকাল উপহারসামগ্রীর প্যাকেট সংশ্লিষ্ট এলাকাগুলোয় পাঠানো শুরু হয়। প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, ডাল, আটা, তেল ও সেমাই। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরার (আইসিসিবি) প্রধান পরিচালন কর্মকর্তা এ এম এম জসিম উদ্দিন বসুন্ধরা চেয়ারম্যানের দেওয়া উপহারসামগ্রী সংশ্লিষ্টদের কাছে বুঝিয়ে দেন। জসিম উদ্দিন জানান, ঈদ সামনে রেখে প্রতিবারের মতো এবারও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয় দরিদ্রদের মাঝে উপহারসামগ্রী পাঠাচ্ছেন। জনপ্রতিনিধিদের দেওয়া তালিকা অনুযায়ী আপাতত ৬ হাজার পরিবারকে এগুলো দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গতকাল মানিকগঞ্জে ১ হাজার ৩০০ প্যাকেট ঈদ উপহার পাঠানো হয়েছে। সেখানকার বন্যাকবলিত মানুষের মাঝে এগুলো বিতরণ করা হবে। এ ছাড়া বসুন্ধরা আবাসিক এলাকার আশপাশের সাতটি ওয়ার্ডের মানুষ, যারা আমাদের প্রতিবেশী, তাদের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হবে। প্রতি ওয়ার্ডে ন্যূনতম ৫০০ প্যাকেট উপহার পাঠানো হচ্ছে। ওয়ার্ডের দরিদ্র মানুষের সংখ্যা বিবেচনায় প্যাকেটের সংখ্যায় কিছুটা হেরফের হবে। গতকাল ১৭, ১৮ ও ৪৩ নম্বর ওয়ার্ডে উপহারসামগ্রী পাঠানো হয়। আজ রবিবার বাকি চার ওয়ার্ডে পাঠানো হবে। প্রসঙ্গত, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রথম থেকেই দেশ ও মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের নির্দেশে রাজধানী ঢাকাসহ সারা দেশের কয়েক লাখ অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিয়ে আসছে শিল্পগ্রুপটি। গত রমজানের ঈদেও বসুন্ধরা আবাসিক এলাকার আশপাশের ওয়ার্ড, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় দরিদ্র মানুষকে ঈদ উপহার পাঠান বসুন্ধরা চেয়ারম্যান। রমজান মাসে গ্রুপটির পক্ষ থেকে প্রতিদিন ইফতার করানো হয় পুলিশসহ কয়েক হাজার নিম্ন আয়ের মানুষকে। এ ছাড়া করোনা মোকাবিলায় হাসপাতাল নির্মাণে সহযোগিতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছে বসুন্ধরা গ্রুপ।
SOURCE : বাংলাদেশ প্রতিদিনমনোহরদীতে বসুন্ধরা শুভসংঘের ইফতার সামগ্রী বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Iftar Items in Monohardi of Narsingdi
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ আরও ২৪৯ জনকে
249 More Women get Interest-Free Loans from Bashundhara Foundation
বসুন্ধরা গ্রুপ অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার অনন্য উদাহরণ
সৈয়দপুরে শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের শিক্ষা সামগ্রী বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Educational Materials Among Students in Syedpur
বীরগঞ্জে ৪০টি দরিদ্র পরিবারকে বসুন্ধরা শুভসংঘের শীতবস্ত্র বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Winter Clothes to 40 Poor Families in Birganj
পাটগ্রামে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য চালু হলো বসুন্ধরা শুভসংঘ স্কুল