জ্বলে ওঠো বাংলাদেশ/গর্জে ওঠো বাংলাদেশ/স্বপ্ন নিয়ে বিশ্ব জয়ে তুমি যাও/তুমি এগিয়ে যাও/কোটি প্রাণের আশা পূরণ করে দাও/লাল সবুজের বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। অনুষ্ঠানের শুরুতে এ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে বুদ্ধিপ্রতিবন্ধী জিনাত ও তার সঙ্গীরা। এরপর ভরাট কণ্ঠের জাদু নিয়ে আসে বুদ্ধিপ্রতিবন্ধী নুরুজ্জামান। ‘মায়ের এক ধার দুধের দাম/কাটিয়া গায়ের চাম/পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না’- গানটি গেয়ে দর্শকদের মন জয় করে। শুধু নাচ বা গানে নয়, খেলাধুলায়ও বিশ্ববাসীর মন জয় করেছে জিনাত ও নুরুজ্জামানরা। চলতি বছর আমেরিকার লসঅ্যাঞ্জেলেসে আয়োজিত গ্রীষ্মকালীন বিশেষ অলিম্পিকে সোনাসহ ৫৮টি পদক ছিনিয়ে এনেছে তারা। গতকাল বসুন্ধরা গ্রুপের সৌজন্যে বিজয়ীদের সম্মানে সংবর্ধনার আয়োজন করে সুইড বাংলাদেশ। পদকজয়ী ক্রীড়াবিদ ও কোচদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মীর্জা আজম। একই সঙ্গে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে প্রত্যেক বিজয়ীর হাতে পাঁচ হাজার টাকার চেক তুলে দেন বসুন্ধরা গ্রুপের পরিচালক মিসেস ইয়াশা সোবহান নাবিলা। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব কবির বিন আনোয়ার, অতিরিক্ত সমাজকল্যাণ সচিব খন্দকার আতিয়ার রহমান, ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট জাকির আহমেদ, সুইড বাংলাদেশের সভাপতি মোহাম্মদ মোসলেম, সংগঠনের মানিকগঞ্জ শাখার সভাপতি দিলারা মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন। মীর্জা আজম বুদ্ধিপ্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর জন্য সুইড বাংলাদেশ ও বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগে প্রতিবন্ধী শিশুদের পরিবার সব সময় সংকোচবোধ করত। অথচ আজ তারাই পরিবারসহ দেশের মুখ উজ্জ্বল করছে। প্রতিবন্ধী শিশুরাই আজ পরিবারের সম্মান বাড়িয়েছে। তারা এখন আর বোঝা নয়, পরিবার ও দেশের সম্পদ। তিনি বলেন, সরকার প্রতিবন্ধীদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। মিসেস ইয়াশা সোবহান নাবিলা বলেন, সুইড বাংলাদেশের মাধ্যমে প্রতিবন্ধী শিশুরা স্বাভাবিক মানুষের মতো প্রতিভা বিকাশে এগিয়ে যাচ্ছে। এসব শিশুই একদিন দেশের উন্নয়নে অংশীদার হতে পারবে। দেশ ও মানুষের কল্যাণে ভ‚মিকা রাখবে। শিশুদের উদ্দেশে তিনি বলেন, বিশেষ অলিম্পিকে বাংলাদেশের হয়ে যুক্তরাষ্ট্র থেকে পদক জয় করে এনেছ। তোমাদের অভিনন্দন। তোমরা যে চ্যালেঞ্জ মোকাবিলা করে পদক জয় করেছ, তা সত্যিই প্রশংসা পাওয়ার দাবি রাখে। আশা করি, ভবিষ্যতে আরও পদক জয় করে দেশের সুনাম বৃদ্ধি করবে। তিনি বলেন, তোমাদের পাশে বসুন্ধরা গ্রুপ আছে, থাকবে।
সুবিধাবঞ্চিত মাদ্রাসা শিক্ষার্থীদের খাদ্য সহায়তা দিচ্ছে বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho Gives Food Assistance to Underprivileged Madrasha Students
মনোহরদীতে বসুন্ধরা শুভসংঘের ইফতার সামগ্রী বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Iftar Items in Monohardi of Narsingdi
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ আরও ২৪৯ জনকে
249 More Women get Interest-Free Loans from Bashundhara Foundation
বসুন্ধরা গ্রুপ অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার অনন্য উদাহরণ
সৈয়দপুরে শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের শিক্ষা সামগ্রী বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Educational Materials Among Students in Syedpur
বীরগঞ্জে ৪০টি দরিদ্র পরিবারকে বসুন্ধরা শুভসংঘের শীতবস্ত্র বিতরণ