All news

পাবিপ্রবির কর্মচারীদের মাঝে শুভসংঘের ইফতারসামগ্রী বিতরণ

পাবিপ্রবির কর্মচারীদের মাঝে শুভসংঘের ইফতারসামগ্রী বিতরণ

বসুন্ধরা শুভসংঘ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৫ মার্চ) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাশেদুল হক। ইফতারসামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান বলেন, ‌‘আমি এই উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই।

রমজানে একজন রোজাদারকে ইফতার করানো সওয়াবের কাজ। ইফতারে কোনো ধনী-গরিব থাকে না। সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য ইফতার করেন। বসুন্ধরা শুভসংঘ সওয়াবের একটি কাজ করতে এগিয়ে এসেছে।
সবাই মিলে ইফতার করলে আমাদের পারস্পরিক সম্পর্কও বৃদ্ধি পায়। এই ধরনের উদ্যোগ আরো বেশি নেওয়া দরকার। তাহলে আমাদের সাম্প্রতিক বন্ধন আরো বৃদ্ধি পাবে।’
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাশেদুল হক বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগের জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই।

পবিত্র রমজান মাস আত্মশুদ্ধির মাস। এই মাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ইসলামের আলোয় আলোকিত করে তুলতে হবে।’
বসুন্ধরা শুভসংঘ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শ্রী তন্ময় কুমার বলেন, ‘আমাদের উদ্যোগটা ছোট কিন্তু আমরা চেয়েছি সবাইকে নিয়ে ইফতার করতে। আগামী দিনে আমরা আরো বেশি নিয়ে মানুষ নিয়ে আয়োজন করতে চেষ্টা করব।’
বসুন্ধরা শুভসংঘ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক তাসনিমুল হাসান সাইফ, সাংগঠনিক সম্পাদক প্রান্তিক সরকার, দপ্তর সম্পাদক আহসান উল্যা আলিফ, প্রচার সম্পাদক ফিজ্জুল মাহিন, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক শোভন রায়হান, বিতর্ক সম্পাদক আশরাফুল ইসলাম সিয়ামসহ অন্য সদস্যরা।

বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মধ্যে ইফতার বিতরণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করেন শুভসংঘের সদস্যরা।

SOURCE : কালের কণ্ঠ