All news

গাজীপুরে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে বসুন্ধরা শুভসংঘের ইফতার

গাজীপুরে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে বসুন্ধরা শুভসংঘের ইফতার

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে রমজানের প্রথম দিনে সহমর্মিতার ইফতারের আয়োজন করেছিলো বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলা শাখার বন্ধুরা। 

আলেয়া, বয়স ৬। পরনে পুরোনো জামা। থাকে গাজীপুর মহানগরের একটি বস্তিতে, বাবা রিকশাচালক। ২ মার্চ ঢাকা-জয়দেবপুর রেলওয়ে স্টেশনে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে সহমর্মিতার ইফতার অনুষ্ঠানে এসে সে জানায়, তার দুটি ইফতারি লাগবে। দুটি কেন? প্রশ্ন করলে সে বলে, মা অসুস্থ। কাজে যেতে পারছেন না দুই দিন। অতিরিক্ত একটি ইফতারি নিলে তিনিও খেতে পারবেন।

৯ বছর বয়সী নাজমুল। এখন ঢাকা-জয়দেবপুর রেলওয়ে স্টেশনে পানি বিক্রি করে, থাকে আবুর বস্তিতে। বাবা দিন মজুর। সে জানায়, সারা বছর ঠিকমতো খেতে পায় না। রোজা এলে অনেকেই ইফতারি দেন, সে ভালো খাবার খেতে পারে। ইফতারি দেওয়ায় বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানায় নাজমুল।

আলেয়া ও নাজমুলের মতো এমন অসংখ্য সুবিধাবঞ্চিত শিশু, দরিদ্র মানুষ, ভিক্ষুক ও স্টেশনে অবস্থান করা হকারদের নিয়ে ইফতার করেছেন গাজীপুর জেলা শাখার বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি মোঃ ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ, জেরিন, শ্যামল, হারুন, প্রত্যয় ভট্টাচার্য, জয়, বিপ্লব, জয়, খাইরুল, কাউছার প্রমূখ। 

আয়োজনের প্রশংসা করে জেলা শাখার সভাপতি বলেন, ‘এটি খুব ভালো একটি উদ্যোগ। শুভসংঘ বন্ধুরা বরাবরই ভালো কাজ করে, ঘরের খেয়ে বনের মোষ তাড়ায়। আমাদের এ সব কাজ সারা দেশে আরও বেশি করে যেতে হবে। সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইফতার করার যে উদ্যোগ, তার জন্য গাজীপুর জেলা শাখার বন্ধুদের সাধুবাদ জানাই।’

SOURCE : বাংলাদেশ প্রতিদিন