All news

মনোহরদীতে বসুন্ধরা শুভসংঘের ইফতার সামগ্রী বিতরণ

মনোহরদীতে বসুন্ধরা শুভসংঘের ইফতার সামগ্রী বিতরণ

নরসিংদীর মনোহরদীতে পবিত্র রমজান উপলক্ষে দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ মনোহরদী উপজেলা শাখা। শনিবার বিকেলে মনোহরদী পৌরসভার প্রধান ফটকের সামনে ইফতার সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, মনোহরদী উপজেলা শাখার উপদেষ্টা ডা. এমদাদুল হক সোহেল, আব্দুল হামিদ, কাজী মোস্তফা কামাল, এসএম মোখলেছুর রহমান, মনোহরদী শাখার সভাপতি ডা. সাইদুর রহমান সোহেলসহ সভাপতি ইব্রাহিম তালুকদার দিদার, সাধারণ সম্পাদক খাইরুল হাসান মুরাদ, দপ্তর সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আল-মুমিন সজীব, কার্যকরী সদস্য ফারুক আহমেদ, আল নোমান, মো. আব্দুল হালিম রাজু, জেসমিন আক্তার, অলিরা আশরাফী, জুয়েনা আক্তার প্রমুখ।

উদ্বোধনী পর্ব শেষে উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় দরিদ্র ৬০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দেওয়ায় উপকারভোগীরা অবাক হয়ে যান। তারা বসুন্ধরা শুভসংঘের জন্য দোয়া করেন। বসুন্ধরা শুভসংঘ মনোহরদী উপজেলা শাখার সভাপতি ডা. সাইদুর রহমান সোহেল বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে উপজেলার বিভিন্ন এলাকার মানুষের মাঝে বসুন্ধরা শুভসংঘ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনটি সর্বদা মানবকল্যাণে কাজ করে থাকে। পবিত্র রমজান মাসব্যাপী আমরা নানা কর্মসূচি হাতে নিয়েছি। সংগঠনের পক্ষ থেকে আমরা কয়েকটি এতিমখানায় ইফতার মাহফিলের আয়োজন করবো এবং সাধ্যমতো সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবো।

SOURCE : বাংলাদেশ প্রতিদিন